ঢাকা
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৮
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫
আপডেট: অক্টোবর ২০, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২০, ২০২৫

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন মরক্কো

আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে মরক্কো। মেগা ফাইনালে দলের হয়ে জোড়া গোল করেছেন ইয়াসির জাবিরি।

সোমবার (২০ অক্টোবর) সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে মুখোমুখি হয় দু'দল।

সপ্তম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামে আর্জেন্টিনা। বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি তারা। উল্টো যতবারই বলের নাগাল পেয়েছে, ততবারই আর্জেন্টাইনদের চাপে ফেলেছে মরক্কো।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মরক্কো। ১২তম মিনিটে দলের হয়ে স্কোর শিটে নাম লেখান জাবিরি। তার দুর্দান্ত গোলে লিড পায় আফ্রিকার দেশটি।

১৭ মিনিট পর ফের গোল করেন প্রিমেইরা লিগে খেলা এই উইঙ্গার। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মরক্কো।

বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় আলবিসেলেস্তে ফরোয়ার্ডরা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মরক্কো। অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে এটিই তাদের প্রথম শিরোপা।

ফাইনালে জোড়া গোলসহ টুর্নামেন্টে মোট ৫ গোল করেন লিওনেল মেসির বড় ভক্ত ইয়াসির জাবিরি। যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হলেও গোল্ডেন বুট না জিতলেও আসরজুড়ে দুর্দান্ত খেলায় তিনি জেতেন ‘সিলভার বল’। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ফুটবলের প্রদর্শনীতে মরক্কোর ওথমান মামা জেতেন সেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বল’। অন্যদিকে, ফাইনালের আগপর্যন্ত কোনো গোল হজম না করা আর্জেন্টিনার গোলরক্ষক সান্তিনো বার্বি জেতেন ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার।

উল্লেখ্য, ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, পল পগবা, আর্লিং হলান্ডের মতো ফুটবলারদের ফুটবল বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপ। এই সিঁড়ি বেয়েই ওপরে উঠতে উঠতে তাঁরা বনে গেছেন তারকা। তাদের সঙ্গে এবার ইয়াসির জাবিরির নামটাও অন্তর্ভুক্ত হলো।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram