স্প্যানিশ লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এ জয়ে লিগ টেবিলে ফের শীর্ষস্থানে পৌঁছেছে লস ব্লাঙ্কোসরা।
রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে নিজেদের মাঠ কলিজিয়াম স্টেডিয়ামে রিয়ালকে আতিথ্য দেয় গেতাফে।
স্বাগতিকদের মাঠে শুরু থেকে খুব একটা সুবিধা করতে পারছিল না রিয়াল মাদ্রিদ। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু'দল। বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে স্বরেূপে ফিরে আসে রিয়াল।
ম্যাচের ৭৭তম মিনিটে ভিনিসিয়ুসকে কনুই দিয়ে ধাক্কা মেরে লাল কার্ড দেখেন নিওম। এর ৩ মিনিট বাদেই গিলেরের পাস ধরে বক্সে ঢুকে শট নিয়ে রিয়ালকে ১-০ গোলের লিড এনে দেন এমবাপ্পে।
নির্ধারিত সময়ের খেলা ৬ মিনিট বাকি থাকতে এবার ভিনি'কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় উইঙ্গার অ্যালেক্স স্যানক্রিস'কে। ফলে ৯ জনের দলে পরিণত হওয়া গেতাফে আর ফিরতে পারেনি ম্যাচে।
৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আবারও টেবিল টপার রিয়াল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পরের অবস্থানেই রয়েছে বার্সা।