২০২৬ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ওমান ও নেপাল। আসন্ন এই বিশ্ব আসরের ১৮ ও ১৯তম দল হিসেবে কোয়ালিফাই করল দল দুটি।
বুধবার (১৫ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত ৭৭ রানে হারিয়ে দিয়েছে সামোয়াকে। সামোয়ার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতের জয়ের পর এবং বৃহস্পতিবার জাপানের বিপক্ষে আরব আমিরাতের পরবর্তী ম্যাচ নির্ধারিত থাকায়, সুপার সিক্স পর্বে নিজেদের মধ্যকার ম্যাচের আগেই ওমান ও নেপাল তাদের শীর্ষ তিনে থাকার বিষয়টি নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট পেল।
আরব আমিরাত বৃহস্পতিবার জাপানের মুখোমুখি হবে। এ ম্যাচে তারা জিতলে ২০তম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পাবে। আর যদি জাপান জিতে যায় তবে ২০তম দলের জন্য অপেক্ষা করতে হবে ১৭ অক্টোবর পর্যন্ত। নিজেদের শেষ ম্যাচে জাপান সেদিন ওমানের মুখোমুখি হবে। জিতলে টিকিট পাবে জাপান, হারলে আরব আমিরাত।
উল্লেখ্য, ভারত-শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু হবে, পর্দা নামবে ৮ মার্চ।