জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পদত্যাগ করেছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্যের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের সাবেক এই উইকেটকিপার-ব্যাটার।
রোববার (১৯ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়ে কোয়াবের সভাপতির নিকট চিঠি দেন সাবেক এই ক্রিকেটার।
তার পাঠানো পদত্যাগপত্র গ্রহণ করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছে কোয়াব।
ক্রিকেট-ভ্রাতৃত্বের কল্যাণে অবদান রাখার এই অভিজ্ঞতাকে সবসময় কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন বলে জানিয়েছেন পাইলট।
সম্প্রতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হয়েছেন পাইলট। উভয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সততা বজায় রাখার জন্য কোয়াব থেকে এই অব্যাহতি বলে জানান তিনি।