ঢাকা
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১:৩১
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৪
আপডেট: জুলাই ১৬, ২০২৪
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৪

রয়্যাল এনফিল্ডের নতুন ৩ বাইক আসছে বাজারে

বাইকপ্রেমীদের কাছে সবচেয়ে জনপ্রিয় যে বাইক সংস্থা তা হচ্ছে রয়্যাল এনফিল্ড। শুধু এখন নয়, নব্বই দশক থেকেই বড় বড় তারকাদের পছন্দের তালিকায় শুরুতেই ছিল রয়্যাল এলফিল্ড বাইক। এর অসাধারণ অন্যান্য বাইক থেকে একে আলাদা করেছে। তাই তো বাইক সংস্থাও একের পর এক বাইক এনে বাইকপ্রেমীদের মন রক্ষা করছে।

এবার আরও তিনটি নতুন মডেল বাজারে আনছে রয়্যাল এনফিল্ড। দেখে নিন কী কী বাইক আসছে বাজারে-

রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০
রয়্যাল এনফিল্ডের এই বাইকটির জন্য বহুদিন ধরে অপেক্ষা করে আছে বাইকপ্রেমীরা। মূলত এটি রয়্যাল এনফিল্ড হিমালয়ান মডেলের উপরে তৈরি হয়েছে। এর পাশাপাশি এতে একটি ৪৫২ সিসির লিকুইড কুলড ইঞ্জিন রয়েছে। যা ৪০বিএইচপি এবং ৪০এনএম টর্ক তৈরি করে, একটি ছয়-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত। মোটরসাইকেলটিতে ফোন সংযোগ করার সুবিধাও থাকছে। বাজারে যে ট্রায়াম্ফ স্পিড ৪০০ বাইক রয়েছে, এটি তার সঙ্গেও পাল্লা দেবে বলে জানা গিয়েছে।

২০২৪ রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০
রয়্যাল এনফিল্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যে রয়েছে এই বাইকটি। এই বছর নতুন অবতারে বাজারে আসতে চলেছে ক্লাসিক ৩৫০। এই সংস্থা বাইকের নানা আপডেট নিয়ে আসতে চলেছে বলেই জানা গিয়েছে। নতুন কালার স্কিম এবং কিছু নতুন বৈশিষ্ট্য এতে ইনস্টল করা থাকবে। তবে আগের মতই ইঞ্জিন থাকবে এতে, এতে ২০ এইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন হবে।

৬৫০ সিসির রয়্যাল এনফিল্ড ক্লাসিক টুইন বাইকটি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ২০২৫ সালের মধ্যেই এটি বাজারে চলে আসবে। এই বাইকটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর মতই হতে চলেছে। এছাড়াও সিঙ্গেল পিস হিট, ক্রোম কেসিং স্পোক হুইল সহ রাউন্ড এলইডি হেডল্যাম্প এবং আপ রাইট হ্যান্ডলবারের মত ফিচার্স থাকবে এতে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram