ঢাকা
২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:১১
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬
আপডেট: জানুয়ারি ২৮, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ২৮, ২০২৬

দেশে .bd সেকেন্ড লেভেল ডোমেইন ও আধুনিক রিসেলার সিস্টেম চালু

গত ১৯ জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত .bd সেকেন্ড লেভেল ডোমেইন (যেমন: example.bd) -যা দেশের আইটি ও ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা যাচ্ছে।

ইতোপূর্বে বিদ্যমান দেশীয় ডোমেইন ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষা এবং বিদ্যমান ব্র্যান্ড ও ডিজিটাল পরিচিতি অক্ষুণ্ন রাখার লক্ষ্যে টানা তিন মাসব্যাপী একটি “সানরাইজ পিরিয়ড চালু রাখা হয়। এই সময়সীমার আওতায় বর্তমানে নিবন্ধিত .com.bd ডোমেইনের গ্রাহকগণ তাদের বিদ্যমান ডোমেইন নামের সাথে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট .bd ডোমেইন সংরক্ষণ করার সুযোগ লাভ করেন। এর ফলে সম্ভাব্য নাম-সংঘাত ও সাইবার স্কোয়াটিং কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL)-এর ডোমেইন বিভাগ একইসঙ্গে চালু করেছে একটি আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ডোমেইন রিসেলার সিস্টেম। এই উদ্যোগ দেশের আইটি উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগ্রহী গ্রাহকগণ বিটিসিএল এর ওয়েবসাইটে প্রকাশিত স্বীকৃত রিসেলারদের মাধ্যমে সরাসরি ডোমেইন কিনতে পারছেন। ডিজিটাল সার্বভৌমত্ব সুদৃঢ় করা এবং ডোমেইন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলার জন্য বিটিসিএল হতে অনুরোধ করা হয়েছে:

স্বীকৃত প্রতিষ্ঠানের নামের সুরক্ষা:
যথাযথ ডকুমেন্ট ও বৈধ প্রমাণের ভিত্তিতে সুপ্রতিষ্ঠিত বা স্বীকৃত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ডোমেইন সংক্রান্ত অপব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব কোম্পানিসমূহ নিজের প্রতিষ্ঠানের বর্তমানের ডোমেইন নামের (example.com) বিপরীতে (example.bd) ডোমেইন ক্রয় করতে চান, তাদেরকে কোম্পানীর মালিকানার প্রমাণসহ আবেদন দাখিলের জন্য অনুরোধ করা যাচ্ছে। অন্যথায়, ভবিষ্যতে উদ্ভূত বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া BTRC ও BTCL এর জন্য দুরূহ হয়ে উঠবে।

সরকারি ওয়েবসাইটের অগ্রাধিকার:
দেশের সকল সরকারি দপ্তর ও সংস্থাকে অগ্রাধিকার ভিত্তিতে .bd সেকেন্ড লেভেল ডোমেইন নিবন্ধনের জন্য বিশেষভাবে বিটিসিএল হতে অনুরোধ করা হয়েছে।

রাষ্ট্রীয় ও সংরক্ষিত নামের সুরক্ষা:
ডোমেইন নামের সঙ্গে gov,govt অথবা রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ও সংরক্ষিত নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ কোনো আবেদন সাধারণভাবে গ্রহণ করা হবে না। উদ্দেশ্যমূলক প্রতারণা এবং জালিয়াতির জন্য .gov.bd এবং .org.bd extension/String এর আগে/পরে অক্ষর যুক্ত করে ডোমেইন আবেদন করা হলে তা গ্রহণ করা হবে না। এধরণের কোন ডোমেইন নাম ইতোমধ্যে ডোমেইন নিবন্ধন সম্পন্ন হয়ে থাকলে, বিটিসিএল সংশ্লিষ্ট ডোমেইনটি তাৎক্ষণিকভাবে বাতিল করার পূর্ণ এখতিয়ার সংরক্ষণ করে।

বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা:
ডোমেইন নাম সংক্রান্ত যেকোনো ধরনের বিরোধ বা জটিলতা বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (BTCL) এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) যৌথভাবে নিরসন করবে। এ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাহকগণ নির্ধারিত ই-মেইল ঠিকানা info@btrc.gov.bd-এ প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি সংযুক্ত করে লিখিতভাবে ডিসপুট আবেদন দাখিল করতে পারবেন। ডোমেইন বিরোধ নিষ্পত্তির উদ্দেশ্যে গঠিত সংশ্লিষ্ট কমিটি প্রতি মাসে দুই (২) বার সভা আয়োজন করে প্রাপ্ত ডিসপুট আবেদনসমূহ পর্যালোচনা ও নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

নৈতিকতা ও শালীনতা নিশ্চিতকরণ:
অশ্লীল, কুরুচিপূর্ণ, উসকানিমূলক বা নীতিবিরুদ্ধ শব্দযুক্ত ডোমেইনের আবেদন গ্রহণযোগ্য হবে না।

ডোমেইন এবং সাব-ডোমেইন পুনরায় বিক্রয় নিষিদ্ধ:
বিটিআরসি এর ডোমেইন এডমিনিস্ট্রাটিভ গাইডলাইন অনুযায়ী সম্মানিত গ্রাহক বা ব্যবহারকারী কর্তৃক ডোমেইন ক্রয় করে তা অন্য কারো নিকট পুনরায় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ। একইসাথে সাব-ডোমেইন বিক্রি এবং লিজ দেয়াও গাইডলাইন পরিপন্থী।

নীতিমালা লঙ্ঘনের ক্ষেত্রে ব্যবস্থা:
উপরোক্ত যেকোনো শর্ত লঙ্ঘন করে যদি কোনো ডোমেইন নিবন্ধন সম্পন্ন হয়, তবে BTCL সংশ্লিষ্ট ডোমেইনটি তাৎক্ষণিকভাবে বাতিল করার পূর্ণ এখতিয়ার সংরক্ষণ করে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহক কোনো প্রকার ক্ষতিপূরণ বা রিফান্ড (অর্থ ফেরত) পাওয়ার দাবি করতে পারবেন না। বাংলাদেশ সরকারের এই সুপরিকল্পিত ও দৃঢ় নীতিনির্ভর উদ্যোগ বাংলাদেশের ডোমেইন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও ব্যবহারবান্ধব করবে। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তা ও সাধারণ ব্যবহারকারীরা সংক্ষিপ্ত, আকর্ষণীয় ও জাতীয় পরিচয়বাহী ডোমেইন ব্যবহার করে আন্তর্জাতিক পরিসরে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে পারবেন।

এই উদ্যোগ দেশের ডিজিটাল নির্ভর অবকাঠামো বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে দেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সুসংহত করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram