

গাজায় তাৎক্ষণিকভাবে শক্তিশালী হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২৮ অক্টোবর) হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে এমন নির্দেশ দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নির্দেশনার পর কয়েক ঘণ্টার মধ্যেই উপত্যকায় কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যানুযায়ী, গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে একটি মিসাইল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কয়েক কিলোমিটার দূর থেকেও যার শকওয়েভ অনুভূত হয়। এছাড়াও বেশ কয়েকটি ইসরায়েলি ড্রোন দেখা গেছে গাজা সিটির ওপরে।
নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে গাজার যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে দেখা দিয়েছে শঙ্কা আর অনিশ্চয়তা। কোথায়-কখন হামলা হবে তা নিয়ে আবারও আতঙ্কিত গাজাবাসী।
অন্যদিকে তেলআবিবের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিতের ঘোষণা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড। এর আগে, উপত্যকার দক্ষিণাঞ্চলে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া যায়।

