

ক্যারিবীয় দেশ জ্যামাইকায় তাণ্ডবের পর কিউবার দিকে ধেয়ে চলেছে হারিকেন মেলিসা। কিছুটা দুর্বল হয়ে ক্যাটাগরি থ্রি-তে রূপ নিয়েছে ক্যারিবীয় অঞ্চলে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ঝড়টি। বাতাসের গতি ঘণ্টায় ১২৫ মাইল।
এর আগে, গতকাল স্থানীয় সময় সন্ধ্যায় জ্যামাইকার নিউ হোপ শহরে আছড়ে পড়ে মেলিসা। বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৮৫ মাইল বা ৩০০ কিলোমিটার। বিভিন্ন অঞ্চলে ৭৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির কথা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। জারি হয়েছে বন্যা সতর্কতা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। তবে ব্যাপক পূর্বপ্রস্তুতি নেয়ায় এড়ানো গেছে বড় ধরনের প্রাণহানি।
অপরদিকে, হারিকেন মেলিসা এগিয়ে চলায় সতর্কতামূল ব্যবস্থা নেয়া হয়েছে কিউবাতেও। সরিয়ে নেয়া হচ্ছে ৮ লাখ মানুষকে। এরই মধ্যে শুরু হয়েছে ভারি বৃষ্টি। কিউবা থেকে শক্তিমত্তা হারিয়ে বাহামার দিকে যাবে মেলিসা। এর আগে মেলিসার প্রভাবে জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান রিপাবলিকে ৭ জনের প্রাণহানি হয়েছে।

