ঢাকা
২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৬
প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৫
আপডেট: অক্টোবর ২৭, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ২৭, ২০২৫

গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে ব্যাংক কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা লাগিয়ে মিরাজ মিয়া (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোর পৌনে ৬ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মিরাজ মিয়া বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে। তিনি বেসিক ব্যাংক নরসিংদী শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মিরাজ মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি থেকে মাঝে মাঝে নরসিংদী কর্মস্থলে যাতায়াত করতেন বলে জানা গেছে।

গোপালগঞ্জের ভাািটয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা ওই ব্যক্তির মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার ভোরে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেলে করে (ঢাকা-মেট্রো-ল-২৫ -৮১৪৫) নরসিংদীর উদ্দেশ্যে রওনা দেন মিরাজ মিয়া।গোপালগঞ্জের ডুমদিয়া নামক স্থানে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি সেখানে দাড়িয়ে থাকা একটি ট্রাকের (ঢাকা মেট্রো ড ১৪-২১২১) পেছনে সজোরে ধাক্কা লাগিয়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পরিবারের পক্ষে পুলিশের কাছে আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পোস্টমর্টেম ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram