

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দিকপাইদ এলাকায় কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশু ও নারীসহ চার জন।
সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের জামালপুর ইকোনমিক জোনের সামনে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন—তিতপল্লা ইউনিয়নের চাঁন মিয়া (৬৫), সরিষাবাড়ী উপজেলার কলেজ শিক্ষার্থী আরিফা খাতুন পলি (২৮), একই উপজেলার রাশেদ মিয়া (৩০)। নিহত অপর নারীর নাম-পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন—চাঁন মিয়ার স্ত্রী সন্ধ্যা বেগম (৫০), জাহাঙ্গীর আলম (৪০), দিগপাইত এলাকার সাদিকা আক্তার (২৫), একই এলাকার ফারজানা বেগম (২২) এবং পলির ছেলে শিশু আরশ (৫)।
স্থানীয়রা জানান, জামালপুর থেকে কাভার্ডভ্যানটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। এসময় জামালপুর ইকোনমিক জোন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রাশেদ মিয়া নামের এক যাত্রী। আর গুরুত্বর আহত অবস্থায় জেনারেল হাসপাতালে পাঠানো হলে চান মিয়া ও আরিফা খাতুন পলিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত নারীর মৃত্যু হয়। আর বাকি মধ্যে শিশুসহ ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় স্থানীয়রা কাভার্ভভ্যানটিকে আটকাতে পারলেও চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ার কথা জানায় পুলিশ।
জামালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনার পরপরই কাভার্ডভ্যানটিকে আটক করে স্থানীয়রা। তবে পালিয়ে যায় ভ্যানটির চালক ও হেলপার। আর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

