

যশোর প্রতিনিধি: যশোরে ট্রাকের ধাক্কায় গৌতম রায় নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৌতম রায় মণিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম বলেন, গৌতম ভোরের দিকে পদ্মবিলা স্টেশনে যাওয়ার জন্য যশোর-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তিনি গুরুতর অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে ৯৯৯ ফোন দেয়। এরপর নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুল করিম আরো বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

