ঢাকা
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ২:০১
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৪
আপডেট: জুলাই ৩১, ২০২৪
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৪

কে সেই ফুয়াদ, যাকে হত্যার জন্য মরিয়া ইসরাইল

হিজবুল্লার সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকর ওরফে মুহসিনকে হত্যার উদ্দেশ্যে বৈরুতে হামলা চালিয়েছে ইসরাইল। তাদের দাবি, হিজবুল্লাহর শীর্ষ এই কমান্ডার নিহত হয়েছেন। তবে হিজবুল্লাহ জানিয়েছে, তিনি বেঁচে আছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফুয়াদ শুকর হিজবুল্লাহর কমান্ডার হিসেবে ইসরাইলি অধিকৃত গোলান হাইটসের মজদাল শামসে আক্রমণের দায়িত্বে ছিলেন। কয়েকদিন আগে সেখানে হামলায় ১২ ইসরাইলি দ্রুজ যুবক নিহত হয়।

যুক্তরাষ্ট্রের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম অনুযায়ী, ফুয়াদ শুকরের মাথার জন্য ৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

ফুয়াদ শুকর হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহর সামরিক উপদেষ্টা ছিলেন এবং তিনি ৩০ বছর ধরে এই সংগঠনে সক্রিয় ছিলেন। তিনি সংগঠনের অপারেশনস রুমের প্রধান ছিলেন। শুকরকে ‘হাজ্জ মুহসিন’ এবং ‘মুহসিন শুকর’ নামেও ডাকা হয়।

ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ফুয়াদ হিজবুল্লাহর সবচেয়ে উন্নত অস্ত্রশস্ত্রের দায়িত্বে ছিলেন, যার মধ্যে সুনির্দিষ্ট-নির্দেশিত ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র, দীর্ঘ-পাল্লার রকেট এবং ইউএভি অন্তর্ভুক্ত ছিল। তিনি হিজবুল্লাহ বাহিনী গঠন এবং ইসরাইলি রাষ্ট্রের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা ও বাস্তবায়নে জড়িত ছিলেন।

ফুয়াদ ১৯৮৫ সালে হিজবুল্লাহতে যোগ দেন এবং বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেন। তিনি হিজবুল্লাহর সবচেয়ে শীর্ষ সামরিক ফোরাম জিহাদ কাউন্সিলের সদস্যও ছিলেন।

৯০-এর দশকে, ফুয়াদ আইডিএফ এবং দক্ষিণ লেবানন আর্মির বিরুদ্ধে অনেক হামলার পরিচালনা করেছিলেন। ২০০০ সালে তিনি তিন আইডিএফ সেনাদের লাশ অপহরণের সরাসরি জড়িত ছিলেন। হিজবুল্লাহর যোদ্ধারা হার দোভের কাছে নিরাপত্তা বেষ্টনীর টহল দেওয়ার সময় ইসরাইলি সার্জেন্ট বেনিয়ামিন আব্রাহাম, সার্জেন্ট আদি অবিতান, সার্জেন্ট ওমর সাওয়াইদকে হত্যা করে।

খবর অনুসারে, লেবাননের রাজধানী বৈরুতে হামলার পরপরই একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং লেবাননের রাজধানীর দক্ষিণাঞ্চলের আকাশে ধোঁয়ার কুন্ডলী দেখা যায়। সেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আল-হাদাথের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় দুজন নিহত হয়েছে।

মাজদাল শামসে হামলার প্রতিশোধ নিতে ইসরাইলি হামলার আশঙ্কায় কয়েকদিন ধরে শহরটিতে উত্তেজনা বিরাজ করছিল। ইসরাইল এবং যুক্তরাষ্ট্র সম্প্রতি ইসরায়েলে হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করেছে। যদিও হিজবুল্লাহ এর দায় স্বীকার করেনি।

শুকরের মৃত্যু হয়েছে উল্লেখ করে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক্সে লিখেছেন, ‘ফুয়াদ শুকর ‘সাইয়্যিদ’ মুহসিনের হাতে বহু ইসরাইলির রক্ত লেগে আছে। আজ রাতে, আমরা দেখিয়েছি যে আমাদের জনগণের রক্তের মূল্য আছে এবং আমাদের বাহিনীর কাছে কোনো জায়গা দূরবর্তী নয়।

তিনি আইডিএফের কমান্ডার, গোয়েন্দা কর্মী এবং ইসরাইলি বিমান বাহিনীকে ধন্যবাদ জানিয়ে লেখেন, আপনাদের ক্ষমতা কেবল আমাদের নিরাপত্তা নিশ্চিত করে না বরং আমাদের গর্বিত করে। আপনারা আমাদের শত্রুদের মুখোমুখি হতে এবং আমাদের জনগণের ধারাবাহিকতা নিশ্চিত করতে সক্ষম করেন।

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতর মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্ট্র ইসরাইল এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে সংঘাতের বিস্তার রোধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। ‍

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরাইল, জেরুজালেম পোস্ট

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram