

মো. হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: র্যাব-১০ এর অভিযানে রাজধানীর ডেমরায় আনুমানিক ১২ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যমানের ৪২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক এবং মাদক বহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। রবিবার রাতে ডেমরা ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মো: সাদ্দাম হোসেন শাওন (৩২) গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার পৌরজানি গ্রামের মৃত মাসুদ মোল্লার ছেলে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রবিবার রাতে ডেমরা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময়ে শাওনকে ৪২ কেজি গাঁজাসহ আটক করে। যার বাজার মূল্য অনুমানিক ১২,৬০,০০০/- (বারো লক্ষ ষাট হাজার) টাকা। তাছাড়া মাদক বহনে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, আটক শাওনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

