

সরওয়ার কামাল, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকায় একটি ডাম্পারের চাপায় ১৯ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। নিহত শিশুটি ছোট মহেশখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নলবিলা পূর্বপাড়ার বাসিন্দা মাওলানা হেলালুদ্দিনের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সড়কের পাশে খেলতে থাকা অবস্থায় বেপরোয়া গতির একটি ডাম্পার শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডাম্পারটি নিয়ন্ত্রণহীন গতিতে চলছিল। দুর্ঘটনার পর কোনো প্রকার সহায়তা না করে চালক দ্রুত পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়।
এলাকাবাসীর অভিযোগ, ছোট মহেশখালী ও আশপাশের সড়কে প্রতিদিন অসংখ্য ডাম্পার চলাচল করে, যার বেশিরভাগই বেপরোয়া গতিতে চলে। এসব ডাম্পারের কারণে এর আগেও একাধিক দুর্ঘটনায় শিশু ও পথচারীর প্রাণহানি ঘটেছে। তবে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দুর্ঘটনার খবরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। নিহত শিশুর পরিবার দ্রুত দোষী চালক ও গাড়িটি শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পালিয়ে যাওয়া ডাম্পারটি শনাক্তে তদন্ত চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

