ঢাকা
৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৬
আপডেট: জানুয়ারি ৮, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৬

বিপিসি’র পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় তেল চুরি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-ঢাকা বিপিসি’র (বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন) পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে অভিনব কায়দায় ডিজেল চুরির ঘটনা ঘটেছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদি ফকিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম থেকে ঢাকার নারায়ণগঞ্জের গোদনাইলে পাম্পিং করায় অতিরিক্ত চাপে পাইপলাইনের ফুটো দিয়ে তেল ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। পুলিশ মূল হোতাকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, একমাস আগে হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জায়গায় বিপিসির তেল সরবরাহ লাইনের উপর একটি টিনশেট ঘর তৈরি করেন স্থানীয় মো. আফসার। তিনি ঘরটি খুলনা সিটি কর্পোরেশনের সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিনের ছেলে আমিরুল ইসলামের কাছে ভাড়া দেন। ঘর ভাড়া নিয়ে আমিরুল কোন এক চক্রের সহযোগিতায় ঘরের ১২ ফুট নিচ দিয়ে যাওয়া তেলের পাইপলাইন ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছে। লাইন ফুটো করার পর অনিয়ন্ত্রিতভাবে তেল উদগিরণ শুরু হলে আমিরুল সটকে পড়েন। পরে ঘরের পাশের ডোবায় তেল প্রবাহিত হলে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ভিড় জমায়। তখন বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে নিরাপত্তা বলয় তৈরি করে। পরে বিপিসির কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তেল সরবরাহ বন্ধ করে পরিস্থিতি সাময়িক নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান পেট্টোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির (পিটিসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমাদ বলেন, ‘মিরসরাইয়ের একটি এলাকায় পাইপলাইনের ওপর ঘর বানিয়ে মাটির নিচে লাইনে ফুটো করে তেল চুরি করে আসছিল। বৃহস্পতিবার সকালে যখন আমরা তেল পাম্পিং করছিলাম, তখন অতিরিক্ত চাপে তেল বাইরে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় জানাজানি হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়।’

এ বিষয়ে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘হাদি ফকিরহাট এলাকায় মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির তেল সরবরাহের পাইপলাইন ফুটো করে তেল চুরি চেষ্টা করছিল একটি চক্র। ঘটনাস্থল থেকে কয়েক ড্রাম তেল একটি ড্রিল মেশিন ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

ঘটনাস্থলে আসা নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসি’র এক কর্মকর্তা জানান, এ ঘটনায় পাইপলাইনের ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কি পরিমাণ তেল চুরি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে মিরসরাই থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বলেন, ‘মিরসরাইয়ের হাদি ফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি টিনশেড ঘরের ভেতর বিপিসির তেল সরবরাহ লাইনে ফুটো করে তেল চুরির চেষ্টার বিষয়টি জানতে পেরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় বিপিসির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘরের মালিক আফসারের স্ত্রী নুরজাহান বেগমকে হেফাজতে নেওয়া হয়েছে।’

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘বৃহস্পতিবার সকালে পাইপলাইন ফুটো করে ডিজেল চুুরির ঘটনা জানতে পেরে আমাদের থানার একটি টিম ঘটনাস্থলে গেছে। ঘটনায় জড়িতরা পালিয়ে গেছে। এই ঘটনায় ভাড়া ঘরের মালিকের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মূলহোতা আমিরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। পেট্টোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে এজাহার দিলে আমরা মামলা নেবো।’

প্রসঙ্গত, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে এ প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবরে অনুমোদন পায়। শুরুতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির মেয়াদ ধরা হয়েছিল। কিন্তু কাজ শুরু করতেই ২০২০ সাল লেগে যায়। পরে প্রথম দফায় ২০২২ সালের ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। বিপিসির এ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram