

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানে সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা পালিয়ে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি পুরনো ও জংধরা পিস্তল, বড় চাইনিজ রাইফেলের ছয়টি গুলি, ছোট পিস্তলের ৪৯টি গুলি, চারটি শটগানের ব্যবহৃত খোসা, বড় বন্দুকের বাটের অংশবিশেষ, দুটি লম্বা দা, একটি খেলনা পিস্তল, দুটি বাটন মোবাইল ফোনসেট ও একটি কাটার উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে উদ্ধার করা এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
এ সময় আয়শা বেগম রিয়া (২০) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা অস্ত্রের সঙ্গে এলাকার একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে রামু থানা পুলিশ। পুলিশ আরও জানায়, অভিযানে জড়িত পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

