ঢাকা
৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৫
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৬
আপডেট: জানুয়ারি ৮, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৬

৩ দিনে সাড়ে ৩৯ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ, ব্যয়সীমা ছাড়াল নির্বাচনী তহবিল

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার ব্যয় নির্বাহে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে মাত্র তিন দিনে তিনি পেয়েছেন ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা, যা নির্ধারিত ব্যয়সীমার চেয়ে বেশি।

বুধবার (৭ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ব্যারিস্টার ফুয়াদ। তিনি জানান, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী বরিশাল-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। জনপ্রতি ১০ টাকা হিসেবে তার নির্বাচনী ব্যয়সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, ৭ জানুয়ারি রাত পর্যন্ত তিনি বিকাশের মাধ্যমে পেয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।

নির্ধারিত ব্যয়সীমার অতিরিক্ত অর্থ প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদান সংক্রান্ত সকল হিসাবপত্র নির্বাচনকালীন সময় পর্যন্ত নিরীক্ষা করে প্রকাশ করা হবে এবং নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। নির্বাচন কমিশন বা সরকারের যে কোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা চাইলে নিরীক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন ব্যারিস্টার ফুয়াদ। তিন দিনের মধ্যেই তিনি নির্ধারিত ব্যয়সীমার চেয়ে অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে সক্ষম হন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram