ঢাকা
৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫০
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৬
আপডেট: জানুয়ারি ৮, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৮, ২০২৬

যশোরে আলুবোঝাই ট্রাকের চাপায় সাইকেল আরোহী নিহত

যশোর প্রতিনিধি: যশোরে আলুবোঝাই একটি ট্রাকের চাপায় শিপন হোসেন (৪৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর এলাকার বাঁশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিপন হোসেন যশোর শহরের খালদা রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত মোর্শেদ আলীর ছেলে এবং পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন। তিনি বর্তমানে সদরের হাশিমপুর এলাকায় শ্বশুর বাড়িতে বসবাস করছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সোয়া নয়টার দিকে শিপন হোসেন সাইকেলযোগে হাশিমপুর থেকে যশোর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাহাদুরপুর এলাকার বাঁশতলায় পৌঁছালে পেছন দিক থেকে আসা আলুবোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়লে ট্রাকটির একটি চাকা তার মাথার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৩-৬১৭৮) জব্দ করে বারোবাজার হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ঘটনাস্থলে আমাদের ফোর্স পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram