

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুর-৬ আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য ও বর্ষিয়ান নেতা ডা. এ.জেড.এম জাহিদ হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন ঘোষণার পর ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর নিজ দলের একক প্রার্থী পাওয়ায় আশাবাদী হয়ে উঠেছেন সাধারণ ভোটাররাও। নেতাকর্মীরা মনে করছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এবার এই আসনে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে। ডা. এ.জেড.এম জাহিদ হোসেন নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
দিনাজপুর-৬ আসনের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, স্বাধীনতার পর এ আসন থেকে ন্যাপ, স্বতন্ত্র প্রার্থী, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জোট রাজনীতির কারণে বিগত কয়েকটি নির্বাচনে বিএনপি এখানে একক প্রার্থী দিতে পারেনি। ফলে দীর্ঘ প্রায় ৩০ বছর পর এবারই প্রথম দলটি নিজেদের একক প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।
এ আসনের ঘোড়াঘাট উপজেলা এক সময় মহকুমা হিসেবে পরিচিত ছিল এবং প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক কেন্দ্র ছিল। বারপাইকেরগড় দুর্গ, ঘোড়াঘাট দুর্গ ও আশপাশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাস বহন করে। মধ্যযুগে এটি বাণিজ্য ও শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও রাজনৈতিক অবহেলা, ভৌগোলিক সীমাবদ্ধতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে এলাকাটি এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। শিল্প-কারখানার অভাব, নাজুক সড়ক যোগাযোগ ব্যবস্থা ও সীমিত কর্মসংস্থান এখানকার প্রধান সমস্যা।
ডা. জাহিদ হোসেনের মতো প্রভাবশালী ও অভিজ্ঞ নেতার প্রার্থী হওয়ায় এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয় ভোটাররা। ঐক্যবদ্ধ বিএনপি দিনাজপুর-৬ আসনে জয়ী হয়ে নতুন রাজনৈতিক ইতিহাস সৃষ্টি করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া এই আসনে জোটগত কারণে বিএনপি কখনো বিজয়ী হতে পারেনি। সে নির্বাচনে বিএনপির মনোনীত একক প্রার্থী হিসেবে অধ্যক্ষ আতিউর রহমান অল্প সময়ের জন্য সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

