ঢাকা
৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৭
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৬
আপডেট: জানুয়ারি ৭, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৭, ২০২৬

কেরানীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি

কেরানীগঞ্জ প্রতিনিধি: কেরানীগঞ্জ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৬০০ থেকে ৭০০ টাকা বেশিতে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় ক্রেতা হিসেবে সরেজমিনে গিয়ে দেখা যায়, নরন্ডি মোড়ে রফিকের দোকানে গ্যাস সিলিন্ডার কিনতে গেলে দোকানদার কামাল জানান, তিনি প্রতিটি গ্যাস সিলিন্ডার ২০০০ টাকায় বিক্রি করছেন। শাক্তা এলাকায় আরেক ব্যবসায়ী রতন মিয়া প্রতিটি গ্যাস সিলিন্ডার ১৮০০ টাকায় বিক্রি করেন। অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়ে জানতে চাইলে তারা বলেন, পাইকারদের কাছ থেকেই আমরা বেশি দামে গ্যাস সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছি। আমরা পাইকারি দামে কি খুচরা পর্যায়ে প্রতি গ্যাস সিলিন্ডারে আমরা ৩০ থেকে ৪০ টাকা লাভ করি। তারা আরও জানান, সরকারের নির্ধারিত দামে যদি পাইকাররা তাদের কাছে গ্যাস সিলিন্ডার সরবরাহ করে, তাহলে তারাও একই দামে ভোক্তাদের কাছে বিক্রি করবেন। তাদের কথা, “আমাদের এখানে লাভ সীমিত, মূল সমস্যাটা পাইকার পর্যায়েই।”

ক্রেতারা অভিযোগ করে বলেন, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের খুচরা মূল্য ১৩০৬ টাকা হলেও স্থানীয় দোকানিরা তা অমান্য করে প্রতিটি সিলিন্ডার ১৮০০ থেকে ২,০০০ টাকায় বিক্রি করছে। প্রশাসনের যথাযথ তদারকির অভাবে খুচরা ব্যবসায়ীরা অধিক মোনাফার লোভে ইচ্ছেমতো দাম বাড়িয়ে নিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। সরকার দাম নির্ধারণ করে দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। দোকানিরা নিজের মতো করে দাম হাঁকাচ্ছে, আর আমরা বাধ্য হয়ে বেশি দামে কিনছি। দ্রুত বাজার তদারকি জোরদার করে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ক্রেতারা।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: উমর ফারুক বলেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার বিক্রি করা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কেরানীগঞ্জের কোন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীয় যদি সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করে, সেই বিষয়ে প্রশাসনকে জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram