আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় ছেলেকে মোটরসাইকেল কিনে না দেয়ার অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে রিয়াদ হোসেন (১৬) নামক এক স্কুলছাত্র।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার সময় ষাটগাছা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আব্দুল মমিন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা গ্রামের প্রবাসী নজর আলী ছেলে একদন্ত উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ হোসেন তার বাবা মার কাছে মাঝে মধ্যে মোটরসাইকেল দাবি করেন। এসময় তার বাবা মা মোটরসাইকেল কিনে দিতে অপারগতা প্রকাশ করলে ছেলে রিয়াদের মনে ক্ষোভ সৃষ্টি হয়।
এ ঘটনার দিন বাড়ির পাশে প্রতিবেশী একজন মারা গেলে সবাই তাকে দেখতে যায়। এ সুযোগে রিয়াদ হোসেন বাড়ির উঠানে গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
তবে প্রতিবেশীরা জানান, রিয়াদ হোসেন মোবাইলের প্রতি বেশি আসক্ত ছিল। ঘরের দরজা দিয়ে সারা দিন মোবাইলে গেম খেলতো। মোবাইল কেড়ে নিলে মাঝে মধ্যে বাবা মার কাছে মোটরসাইকেল কিনে চাইতো। এরই কারণে রিয়াদ সকালে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তারা আরও জানান, রিয়াদের মা মোবাইল ফোন কেড়ে নেয়ার কারণে আজ সকালে বাড়ির পাশে এক প্রতিবেশী মারা গেছে তাকে দেখতে যায় বাড়ীর সবাই। এই সুযোগে রিয়াদ মনের ক্ষোভে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।