চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ১০ থেকে ১২টি বাড়িঘর। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়ি এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।
জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম ও আব্দুস সালাম তুহিন-আবু তাহের খোকনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০ থেকে ১২টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তিনি বলেন, দুই দিন আগে খোকনপন্থীরা আমিনুল ইসলামের সমর্থক তরিকুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে তরিকুল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এরই জেরে আজ সকালে আমিনুল ইসলামের লোকজন খোকনপন্থীদের ওপর লাঠিসোঠা ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এত ১৪ জন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে ১০ থেকে ১২টি বাড়িঘরও। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি পুলিশের ন্য়িন্ত্রণে রয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, নাচোল উপজেলা বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন জানান, পূর্ব বিরোধের জের ধরে বিভিন্ন জায়গা থেকে লোকজন ভাড়া করে সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের নির্দেশে এই হামলা ও ভাংচুর চালানো হয়েছে। তবে তিনি জানান, পুলিশ ভূমিকা নিলে এই ঘটনা ঘটতো না; বরং পুলিশের উপস্থিতিতেই এই হামলা ও ভাংচুর চালায় প্রতিপক্ষের লোকজন।
তবে এ বিষয়ে অপর প্রতিপক্ষ সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম বলেন, এখানে বিএনপির দুইটা গ্রুপ নয়; বরং আওয়ামীলীগের লোকজন জড়িত। এলাকার আধিপত্য ও পূর্ব বিরোধের বিষয়টি নিষ্পত্তিতে পুলিশকে বার বার ভূমিকা নিতে বললেও; তারা কোন ভূমিকা না নেওয়ায় তৃতীয়পক্ষ এখানে সুযোগ নিয়েছে।