

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার গদাবাগ নিউটাউন সিটি এলাকায় একটি অবৈধ এয়ার ফ্রেশনার কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার (০৫ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদাবাগ নিউটাউন সিটি এলাকায় একটি অবৈধ এয়ার ফ্রেশনার কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে কারখানার শ্রমিক সাব্বির রহমানকে গুরুতর আহত অবস্থায় কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার আরও ০৩ জন শ্রমিক আহত হয়ে চিকিৎসাধিন রয়েছে। কারখানাটিতে মোট ০৫ জন শ্রমিক কাজ করতো।
কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আনোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়।

