

কেরানীগঞ্জ প্রতিনিধি: আগামী বছর ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী ষড়যন্ত্র চলছে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সংবিধান অনুযায়ী নির্বাচনের আয়োজনকে বাধাগ্রস্ত করার জন্য একটি মহল নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, আলহাজ্ব আমান উল্লাহ আমান।
আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ই নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন কতৃক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু দেশের মানুষ এখন ও তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। আগামী বছর ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক অলিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন, কেরানীগঞ্জ মডেল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জুয়েলসহ কেরানীগঞ্জ মডেল থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতিদল, শ্রমিকদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

