ঢাকা
৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:২৪
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫
আপডেট: নভেম্বর ৭, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

ভাঙছে নদী, তলিয়ে যাচ্ছে গ্রাম, হুমকিতে শতাধিক পরিবার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালের বাকেরগঞ্জে পাণ্ডব নদীর ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই নদীতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, স্কুল, হাট-বাজার, এমনকি কবরস্থান, হুমকিতে রয়েছে সহস্রাধিক পরিবার।

স্থানীয়রা বলছেন, টেকসই বেড়িবাঁধ বা জিও ব্যাগ না থাকায় প্রতিবছরই ভাঙনের শিকার হতে হচ্ছে তাদের। ইতোমধ্যে নদীতে দুটি গ্রাম প্রায় বিলীন হয়ে গেছে। আরও সহস্রাধিক ঘরবাড়িগুলো রয়েছে সরাসরি হুমকির মুখে।

তাদের দাবি, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এই সহস্রাধিক পরিবার গৃহহীন হয়ে পড়বে। এমনকি দুটি ঐতিহ্যবাহী গ্রাম মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে।

লক্ষীপাশা গ্রামের কবির হাওলাদার জানান, লক্ষ্মীপাশা মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ, বাজার কয়েক একর জমিসহ শতাধিক বাড়িঘর ইতোমধ্যে নদীতে গেছে। আতঙ্কে দিন কাটছে, যে কোনো সময় এলাকার আরও বাড়িঘর তলিয়ে যাবে নদীতে।

কবাই বাজারের মাসুদ গাজী বলেন, কবাই বাজারটি খুব বড় ছিল। প্রতি সপ্তাহে এ বাজারে দুই দিন হাট মিলত, নদীভাঙনের কবলে পড়ে এখন ছোট হয়ে গেছে বাজারটি। এ ছাড়া ফসলি জমিসহ অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। এখনই ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে।

কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম তালুকদার জানান, নদী ভাঙনের বিষয়ে উপজেলার মাসিক মিটিংয়ে আলোচনা করেছি। এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডকেও অবগত করা হয়েছে। তারা আশ্বস্ত করলেও এখন পর্যন্ত কোনো সুফল পাওয়া যায়নি।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, পাণ্ডব নদীর ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে নদী ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram