ঢাকা
৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১০:৩২
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫
আপডেট: নভেম্বর ৭, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৭, ২০২৫

জবিতে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর

জাহিদুল ইসলাম রিফাত, জবি প্রতিনিধি: আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষের ভর্তির আবেদন। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীকে অনলাইনে আবেদন ফরম পূরণের সময়ে আবেদন ফি হিসেবে A, B, C ও D প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে এক হাজার টাকা এবং E ইউনিটের জন্য এক হাজার ২০০ টাকা প্রদান করতে হবে।

আবেদন করার নিয়ম, ভর্তির বিস্তারিত তথ্য, আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি জবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২২ বা ২০২৩ সালে এসএসসি/সমমান ও ২০২৫ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথমবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এবার চারুকলা অনুষদ ই-ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে ভর্তি পরীক্ষা। আগামী ১৩ ডিসেম্বর বিকেল তিনটা থেকে সাড়ে চারটা ভর্তি পরীক্ষা। এরপর বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ এ-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত।

ব্যবসায় শিক্ষা অনুষদ সি-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে ১২টা। সামাজিক বিজ্ঞান অনুষদ ডি-ইউনিটের পরীক্ষা ৯ জানুয়ারি সকাল ১১টা থেকে ১২টা। কলা ও আইন অনুষদ বি-ইউনিটের পরীক্ষা ২৩ জানুয়ারি সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram