

খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে বাস, অটোরিকশা ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে খান পরিবহনের একটি বাস কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্য ছেড়ে আসে। বরিশাল কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত থেকে আসা সিএনজি ও অটোরিকশার সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার যাত্রী আনোয়ার আকন (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় গুরুত্বতর আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিমে প্রেরণ করে।
নিহত আনোয়ার আকন নলছিটি উপজেলার দুধারিয়া এলাকার আ: খালেক আকনের ছেলে। দুর্ঘটনার পরে বরিশাল কুয়াকাটা মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম। তিনি আরও বলেন, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

