

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মায়ানমার থেকে মাদকের বিনিময়ে সারসহ বাংলাদেশি পণ্য পাচারকালে ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ৩টি বোট ও প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকার রাসায়নিক সার জব্দ করা হয়।
শনিবার (১ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মায়ানমার থেকে ইয়াবা, বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনতে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নোয়াখালীর হাতিয়া সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে সন্দেহজনক ৩টি ট্রলারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে বহন করা এক হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সারসহ নয়জন পাচারকারীকে আটক করা হয়। সার গুলোর বাজার মূল্য প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা।
আটককৃতরা হলেন, কক্সবাজারের পিত্তমখালী গ্রামের আব্দুল বারেকের ছেলে আবুল কাশেম (৪৫), সন্দ্বীপ উপজেলার উরিরচরের মুন্সি মাঝির ছেলে সালাউদ্দিন (২৮), চট্টগ্রামের খুলশী থানার দামপাড়া টাইগারপাস এলাকার আব্দুর রহিমের ছেলে সোহেল (৩৫), নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূন্যের চর গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে বাহার (৫৭), ঢাকার দোহার উপজেলার মেথুলা বাজার দক্ষিণ শিমুলিয়া গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে আক্তার হোসেন (২৮), লক্ষ্মীপুরের সদর উপজেলার আঠিয়াতলি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৩৭), ফেনীর সদর উপজেলার ফাজিলপুর গ্রামের সালেহ আহাম্মদের ছেলে সাহেল (২৮), পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) রাজাবাড়ি গ্রামের নুরুল হুদার ছেলে নেছার উদ্দিন (৩৭) ও তার ছেলে সম্রাট মিয়া (১৬)।
হাতিয়া কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান, মাদক ও অবৈধ বাণিজ্য রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

