

মো: নাজমুল হোসেন ইমন, রিপোর্টার(ডিজিটাল): চট্টগ্রাম থেকে প্রায় সাড়ে ছয় কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ পপি সিড আটক করেছে কাস্টমস। বৃহস্পতিবার (৬ই নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউস চট্টগ্রামের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ এআইআর শাখা অভিযান চালিয়ে পপি সিডগুলো আটক করা হয়।
পাখির খাবার ঘোষণা দিয়ে এ চালানটি আনা হয়েছিল পাকিস্তান থেকে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, মেসার্স আদিব ট্রেডিং নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান পাকিস্তান থেকে ৩২ হাজার কেজি বার্ড ফুড ঘোষণায় দুইটি কন্টেইনারের চালান আনে। তাদের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে কাজ করে এম এইচ ট্রেডিং লিমিটেড। কন্টেইনার পরীক্ষায় দেখা গেছে, সামনের দিকে মাত্র সাত হাজার দুইশ কেজি বার্ড ফুড রেখে ভেতরে লুকিয়ে রাখা হয় ২৪ হাজার ৯৬০ কেজি পপি সিড। পরীক্ষাগারে নমুনা যাচাই শেষে পণ্যটি পপি সিড বলে নিশ্চিত হয়।
ঘোষিত পণ্যের মূল্য ছিল ৩০ লাখ টাকা। কিন্তু জব্দ হওয়া পাওয়া পণ্যের মূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

