ঢাকা
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৬
আপডেট: জানুয়ারি ১৩, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৬

দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয়: ড. মোশাররফ

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান ছিল স্মরণীয়। তিনি জাতিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। দেশ ও জনগণের স্বার্থরক্ষায় তিনি ছিলেন অতন্ত্র প্রহরী ও সর্বদা আপসহীন।

দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের সমর্থন নিয়ে তাঁর স্বপ্ন 'নতুন প্ল্যানে' আগামী দিনে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলপূর্ব আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে ড.খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে দীর্ঘ সময় রাজনৈতিক পথচলার অভিজ্ঞতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বর্ষীয়ান নেতা ড.মোশাররফ। তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ, ধৈর্য্য ও সততাকে আমাদের- বিশেষ করে এই প্রজন্মের নেতাকর্মীদের গভীরভাবে অনুধাবন করতে হবে, অনুসরণ করতে হবে।

ড.মোশাররফ হোসেন বলেন, গণতন্ত্র ও জনগণের স্বার্থের বাইরে বেগম জিয়া কখনও আপস করেননি। তাঁকে ভিন্ন কিছু ভাবতেও দেখিনি। তাঁর দেশপ্রেম ও দূরদর্শী ভাবনা ছিল সূদুরপ্রসারী। তাঁকে খুব কাছ থেকে এইসব দেখে আশ্চর্য হয়েছি, মুগ্ধ ও বিমোহিত হয়েছি। তিনি ছিলেন একজন নির্লোভ, নির্মোহ, অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন নেত্রী। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়। তিনি দেশের আপামর জনগণের নেত্রী। তাঁর আদর্শ ও দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

ড.মোশাররফ হোসেন আরো বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার চারিত্রিক বৈশিষ্ট্যে উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে আরও শক্তিশালী করতে ড.খন্দকার মোশাররফ দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, মহান আল্লাহ বেগম খালেদা জিয়ার রুহকে বেহেশতের মেহমান হিসাবে কবুল করুন, আমিন।

দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ড.খন্দকার মারুফ হোসেন। ড. মারুফ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। এই নক্ষত্রের আলোয় আলোকিত হয়েছে গোটা বাংলাদেশ। তিনি ছিলেন বিএনপির রাজনীতির অভিভাবক ও শিক্ষক। বেগম খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণ করেই বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান আগামীর গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির প্রবীণ নেতা একেএম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, সাইফুল আলম ভুইয়া, পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, দাউদকান্দি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সওগাত চৌধুরী পিটার, সদস্য সচিব কাউসার আলম সরকার, সাবেক কেন্দ্রীয় যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মামুন হোসেন ভুঁইয়া, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।

এসময় মিলাদ মাহফিলে দাউদকান্দি উপজেলার পৌর সদর ও ১৫টি ইউনিয়নে নেতাকর্মী ও অঙ্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram