

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপি জোটে আপন ভাই মাহবুব আলমকে লক্ষীপুর-১ আসন থেকে প্রার্থী করতে চান সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। অন্যদিকে এনসিপি জামায়াতের সাথে জোটে যাওয়ায় নিজে মধ্য বামপন্থী নতুন রাজনৈতিক প্লাটফর্ম খোলারও উদ্যোগ নিয়েছেন তিনি।
সম্প্রতি জানা গেছে, নতুন প্লাটফর্ম খোলার উদ্যোগ নিয়ে এনসিপি নেতৃত্বকে চাপে রেখে মাহবুব আলমের মনোনয়ন নিশ্চিত করতে ন্যাগোসিয়েশন করছেন সাবেক এই উপদেষ্টা।
সূত্র মতে, মাহবুব আলমকে মনোনয়ন দিলে নতুন প্লাটফর্ম খুলবেন না বলে শীর্ষ নেতৃত্বকে আশ্বস্ত করেছেন তিনি। অন্যথায় নতুন প্লাটফর্ম খুলে এনসিপিকে রাজনৈতিক ভাবে চ্যালেঞ্জে ফেলার হুমকিও দেন সাবেক এই উপদেষ্টা।

