

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতে করা রিটের রায়ের মাধ্যমে তার প্রার্থিতা পুনর্বহাল হয়। এ খবরে ঢাকা-২ আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগে বিভিন্ন জটিলতার কারণে ঢাকা জেলা রিটার্নিং অফিসার কর্নেল হকের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছিলেন। তবে আদালতের সর্বশেষ সিদ্ধান্তে সেই অনিশ্চয়তার অবসান ঘটে।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কর্নেল (অব.) আব্দুল হক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি ঢাকা-২ আসনের ভোটারদের অধিকার ও কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে ঢাকা-২ আসনের জামায়াত নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশাবাদ ব্যক্ত করেন, কর্নেল হকের নেতৃত্বে জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনে একটি শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হবে।

