

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: র্যাব-১১ ও নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহির (৪০) কে গ্রেফতার করেছে। সে উপজেলার ফতেপুর ইউনিয়নের বলরামপুর শুইনার বাড়ি এলাকার সিরাজুদ্দিনের পুত্র।
আড়াইহাজার থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত জহির নরসিংদী থানার একটি হত্যা মামলায় {মামলা নং- ১৬ (১০) ০৭} আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার বিকেলে র্যাব-১১ এর সদস্যরা এবং আড়াইহাজার থানার এসআই নুরুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ছিচকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে জালাকান্দী এলাকা থেকে গ্রেফতার করে। এছাড়া সোমবার রাতে থানার একটি নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার আউয়ালের ছেলে সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ওসি মোঃ আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে তাদেরকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

