পরিস্থিতি স্বাভাবিক থাকলে কলকাতায় জরুরি অবতরণ করা ইন্ডিগোর দুটি ফ্লাইট বাংলাদেশ সময় শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টায় পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেবে। বাংলাদেশ ভ্রমণ প্যাকেজ
কলকাতার বিমানবন্দর সূত্রে জানা গেছে এই তথ্য।
এর আগে, চেন্নাই ও দিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছিলো ইন্ডিগোর ফ্লাইট দুটি। আগুন লাগার খবরে স্থানীয় সময় বিকাল পাঁচটায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান পাইলটরা। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি সাপেক্ষে অবতরণ করে বিমানগুলো।
প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
এ ঘটনায় বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এর আগে ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। আর তিনটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
পরবর্তীতে, রাত ৯টার দিকে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানায় কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস, সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবির প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসতে ছয় ঘণ্টারও বেশি সময় লাগে। পরে রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট অবতরণ করতে দেখা যায় বিমানবন্দরে।