ঢাকা
২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
দুপুর ২:০২
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫
আপডেট: অক্টোবর ১৯, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৯, ২০২৫

কলকাতায় অবতরণ করা ২ ফ্লাইট রাত ১১টায় ঢাকার উদ্দেশে রওনা দেবে

পরিস্থিতি স্বাভাবিক থাকলে কলকাতায় জরুরি অবতরণ করা ইন্ডিগোর দুটি ফ্লাইট বাংলাদেশ সময় শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টায় পুনরায় ঢাকার উদ্দেশে রওনা দেবে। বাংলাদেশ ভ্রমণ প্যাকেজ

কলকাতার বিমানবন্দর সূত্রে জানা গেছে এই তথ্য।

এর আগে, চেন্নাই ও দিল্লি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছিলো ইন্ডিগোর ফ্লাইট দুটি। আগুন লাগার খবরে স্থানীয় সময় বিকাল পাঁচটায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান পাইলটরা। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোলের অনুমতি সাপেক্ষে অবতরণ করে বিমানগুলো।

প্রসঙ্গত, শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

এ ঘটনায় বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এর আগে ঢাকাগামী ৮টি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। আর তিনটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

পরবর্তীতে, রাত ৯টার দিকে কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানায় কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস, সিভিল অ্যাভিয়েশন, সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবির প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসতে ছয় ঘণ্টারও বেশি সময় লাগে। পরে রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে আসা একটি ফ্লাইট অবতরণ করতে দেখা যায় বিমানবন্দরে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram