

দুঃসময় যেন পিছু ছাড়ছে না লিভারপুলের। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে নিজেদের মাঠ অ্যানফিল্ডে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলে হেরেছে আর্নে স্লটের দল।
সব মিলিয়ে শেষ ১২ ম্যাচের ৯টিতেই হেরেছে লিভারপুল। ১৯৫৩-৫৪ মৌসুমের পর এই প্রথম এমন খারাপ সময় কাটাচ্ছে ইংলিশ ক্লাবটা।
হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না লিভারপুল। ম্যাচের শুরুতেই ইভান পেরিসিচের স্পট কিকে এগিয়ে যায় পিএসভি। তবে ১৬ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান সোবোসলাই।
দ্বিতীয়ার্ধে নেমেও জুত করতে পারেনি লিভারপুল। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার লিড নেয় সফরকারীরা। আর ৭৩তম মিনিটে এবং যোগ করা সময়ে দুই গোল করেন সোহেইব দ্রিয়েশ। ফলে নিজেদের মাঠেই পিএসভির বিপক্ষে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
এই জয়ে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট টেবিলের ১৫ নম্বরে উঠে এসেছে পিএসভি। আর লিভারপুল আছে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে।

