ঢাকা
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪৫
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫
আপডেট: আগস্ট ৭, ২০২৫
প্রকাশিত : আগস্ট ৭, ২০২৫

রবি গ্রাহকদের ১৮ টাকায় চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার দারুণ সুযোগ

ডিজিটাল বিনোদনে নতুন মাত্রা যুক্ত করতে রবি নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার। রবি গ্রাহকরা মাত্র ১৮ টাকায় প্রথমবারের মতো দেখতে পারবেন দুইটি বাংলাদেশি ব্লকবাস্টার সিনেমা “উৎসব” এবং “তাণ্ডব”, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।

“এক টিকিটে ২ মুভি” স্লোগানটি অফারটিকে আরও জমজমাট করে তুলেছে। মাই রবি অ্যাপ, সরাসরি রিচার্জ, বিকাশ, নগদ কিংবা ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজেই এই মুভি প্যাক কেনা যাবে। এ সাবস্ক্রিপশনটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে, ফলে সারা দেশের সিনেমাপ্রেমীরা তাদের সুবিধামতো সময় দেখে নিতে পারবেন এই দুইটি সিনেমা।

রবি’র মার্কেটিং বিভাগের প্রধান মো. শওকত কাদের চৌধুরী বলেন, “গ্রাহকদের প্রিমিয়াম ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা দিতে রবি সবসময়ই অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মানসম্পন্ন সিনেমা দেখা আরও সহজতর হবে। আমাদের মূল উদ্দেশ্যই সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিনোদন সবার কাছে পৌঁছে দেয়া।”

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “দর্শকরা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও রাজধানীর হলে গিয়ে অনেকেই সিনেমা দুটি দেখেছেন। তবে জেলা শহর, মফস্বল বা শহরতলির অনেক দর্শকই সিনেমাগুলো দেখতে পারেননি। রবি ও চরকির মাধ্যমে বাংলা কনটেন্টপ্রেমী দর্শকদের কাছে সিনেমা দুটি পৌঁছে যাবে। আশা করি, দর্শকরা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’-এর ভেতর ডুবে যাবেন।”

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram