ঢাকা
২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৭:২৮
প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৫
আপডেট: নভেম্বর ২৫, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২৫, ২০২৫

১২ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি

১২ হাজার বছরে প্রথমবার জেগে উঠলো ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। রোববার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে হঠাৎ শুরু হয় অগ্ন্যুৎপাত। খবর আল জাজিরার।

দেশটির আফার প্রদেশে এর্তা আলে পর্বতমালায় হাইলি গুবির অবস্থান। অন্ধকারে ঢেকে আছে পার্শ্ববর্তী আর্তা আলে ও আফদেরা শহর। বিশাল ছাই-মেঘে ছেয়ে গেছে আশপাশের বেশ কয়েকটি গ্রাম।

লোহিত সাগর সংলগ্ন এলাকায় ধোঁয়ার ছবি ধরা পড়েছে স্যাটেলাইট ইমেজে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আশপাশের কয়েক মাইল এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

দ্রুত সরিয়ে নেয়া হচ্ছে স্থানীয়দের। ছাই-মেঘে আচ্ছন্ন এলাকার আকাশপথ এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে বিমান সংস্থাগুলোকে। কাছাকাছি বিমানবন্দরের ফ্লাইট বাতিলের খবরও পাওয়া গেছে।

ওই অঞ্চলের বাসিন্দা আহমেদ আবদেলা বলেন, এটি হঠাৎ নিক্ষেপ করা বোমার মতো অনুভূত হয়েছিল। তিনি জানান, সোমবার অনেক পর্যটক দানাকিল মরুভূমির পথে ছিলেন, কিন্তু অগ্ন্যুৎপাতের পর ছাইয়ে ঢেকে যাওয়া আফদেরায় আটকা পড়ে যান।

স্থানীয় প্রশাসক মোহাম্মদ সাঈদ বলেন, হতাহতের ঘটনা না থাকলেও অগ্ন্যুৎপাতটি স্থানীয় পশুপালনভিত্তিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। যদিও এখন পর্যন্ত কোনো মানুষ বা গবাদিপশুর প্রাণহানি ঘটেনি, তবুও অনেক গ্রাম ছাইয়ে ঢেকে গেছে। ফলে তাদের প্রাণীদের খাবারের অভাব দেখা দিয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram