ঢাকা
২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৯:০৩
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫
আপডেট: নভেম্বর ২৪, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২৪, ২০২৫

পশ্চিমবঙ্গে 'বাবরি মসজিদ' নির্মাণের ঘোষণা, সাম্প্রদায়িকতা উসকানো হচ্ছে— দাবি বিজেপি নেতার

ভারতের পশ্চিমবঙ্গে 'বাবরি মসজিদ' নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজ্যের ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আগামী ৬ ডিসেম্বর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ দিনেই বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকী। তবে, এ নিয়ে তুমুল রাজনৈতিক বিকর্ত শুরু হয়েছে দেশটিতে। ভোটব্যাংকের রাজনীতি করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতা উষ্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর— এ দিনেই ভাঙচুর চালানো হয় অযোধ্যায় পাঁচশো বছরের পুরানো বাবরি মসজিদে। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান কমপক্ষে ২ হাজার মানুষ। ২০১৯ সালে অযোধ্যার বিতর্কিত এ জমি হিন্দু সম্প্রদায়ের বলে রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট। যার ভিত্তিতে গেল বছর জানুয়ারিতে রাম মন্দির নির্মিত হয়।

বছর ঘুরতেই আবারও আলোচনায় আসে বাবরি মসজিদের নাম। অযোধ্যা থেকে বহু দূরের রাজ্য পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ তৈরির ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। জানিয়েছেন, আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ৩৩তম বার্ষিকীতে এর ভিত্তিপ্রস্তর স্থাপণ করবেন তিনি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় নির্মিত হবে এ মসজিদ।

হুমায়ুন কবির বলেন, 'আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থপণ করা হবে। আমাদের নেতাকর্মীরা এদিন সংহতি দিবস পালন করবে। মুসলিম নেতারাও অংশ নেবেন। বেলডাঙায় মসজিদটি নির্মাণ করতে তিন বছর সময় লাগবে।'

হুমায়ুনের এই ঘোষণার পর ভারতের রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক শুরু হয়। তৃণমূল কংগ্রেস ভোটের স্বার্থে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছে বলে অভিযোগ বিজেপির। মসজিদ নির্মাণে সমস্যা না থাকলেও মোঘল সম্রাট বাববের নামে মসজিদ তৈরিতে আপত্তি জানান পশ্চিমবঙ্গ বিজেপি'র নেতা ও দলটির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, দেশে কোথাও মন্দির-মসজিদ নির্মাণে মানা নেই। তবে, ‘বাবরি মসজিদ তৈরি হবে’—এ কথা বলে মসজিদ নির্মাণ দেশের স্বার্থের পরিপন্থী। কারণ, এটি ঘিরে বহু বছর ধরে ব্যাপক আন্দোলন হয়েছে। বাবর ছিলেন একজন আক্রমণকারী, তাকে এ দেশের মানুষ শ্রদ্ধা করে না।

এ বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা দিয়েছে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনও। সংগঠনের প্রধান মাওলানা সাজিদ রাশিদি বলেন, সম্ভবত তারা বুঝতে পারছেন না যে একবার যেখানে মসজিদ তৈরি হয়, সেটি কিয়ামত পর্যন্ত মসজিদ হিসেবেই থাকে। ভারতে বাবরি মসজিদের নামে শত শত মসজিদ তৈরি হলেও অযোধ্যার আসল বাবরি মসজিদের গুরুত্ব কখনোই মুছে যাবে না।

প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর কলকাতাতেও বড় রাজনৈতিক সমাবেশের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। বাবরি মসজিদ ধ্বংসের প্রতিবাদে প্রতি বছর এ সমাবেশ আয়োজন করে থাকে দলটি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram