ঢাকা
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩২
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫
আপডেট: নভেম্বর ১২, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫

বিহারে আবারও বাজিমাত করতে যাচ্ছে নীতিশ-বিজেপি'র জোট

ভারতের বিহার রাজ্যে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও নীতীশ কুমারের দল জেডিইউর নেতৃত্বাধীন এনডিএ জোট। বুথফেরত জরিপ অনুযায়ী এগিয়ে রয়েছে ক্ষমতাসীন জোটটি। ধারণা করা হচ্ছে, আবারও রাজ্যটির চাবি উঠতে পারে গেরুয়া শিবিরের হাতে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

মোট ২৪৩ আসনের বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১২২টি আসন। ধারণা করা হচ্ছে, এনডিএর পাঁচ দল (জেডিইউ, বিজেপি, লোক জনশক্তি পার্টি রামবিলাস, হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা) মিলে সহজেই সংখ্যাগরিষ্ঠতা পাবে।

এবারে, সাত দশকের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিহারের বিধানসভা নির্বাচনে। প্রায় ৬৭ শতাংশ ভোট পড়েছে এবার, যা ১৯৫১ সালের পর থেকে সবচেয়ে বেশি।

নির্বাচনে দুই দফা মিলিয়ে নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। অন্যদিকে, পুরুষ ভোটার ছিল ৬২ দশমিক ৮ শতাংশ। মোট ভোট দিয়েছেন প্রায় সাড়ে ৭ কোটি বাসিন্দা।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram