ঢাকা
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৫
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫
আপডেট: নভেম্বর ১২, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১২, ২০২৫

ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের দাবিতে উয়েফাকে ৭০ ক্রীড়াবিদের চিঠি

ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে ৭০ জনেরও বেশি পেশাদার ক্রীড়াবিদ। দেশটিকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তারা।

'অ্যাথলেটস ফর পিস' নামের সংগঠনসহ মানবাধিকার গোষ্ঠীগুলোর যৌথ চিঠিতে উয়েফা সভাপতি আলেকসান্দার চেফেরিনকে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) পাঠানো চিঠিতে বলা হয়—যেকোনো গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত দেশকে আন্তর্জাতিক নাগরিক অঙ্গনে জায়গা দেয়া উচিত নয়।

'গেম ওভার ইসরায়েল' লিখিত চিঠিতে আরও বলা হয়, ইসরায়েলকে ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশ নিতে বাধা দেয়া যৌথ নৈতিক দায়িত্ব।

এ আহ্বানে সমর্থন দিয়েছেন ফরাসি বিশ্বকাপজয়ী ফুটবলার পল পগবা, ডাচ ফরোয়ার্ড আনোয়ার এল গাজি, মরক্কোর হাকিম জিয়েখ এবং স্প্যানিশ উইঙ্গার আদামা ত্রাওরেসহ নানা দেশের খেলোয়াড়রা। হিন্দ রজব ফাউন্ডেশন ও গাজা ট্রাইব্যুনালের মতো মানবাধিকার সংগঠনও এতে স্বাক্ষর করেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, উয়েফা যেন ইসরায়েলকে তার টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করে—গাজায় পরিচালিত নৃশংসতার প্রেক্ষিতে এই দাবি আগেও উঠেছিল।

তুরস্ক ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাচিওসমানোগলু এবং আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও একই দাবি জানিয়েছে। যদিও যুক্তরাষ্ট্র–মধ্যস্থ যুদ্ধবিরতি ইসরায়েলের গাজায় হামলা আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে, তবুও ইসরায়েল মানবিক সহায়তায় বাধা দিচ্ছে এবং ফিলিস্তিনিদের হত্যা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ৬৯,১৮২ যার মধ্যে ৪২১ জন ফুটবলার রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram