ফিলিস্তিনি চিকিৎসক হুসাম আবু সাফিয়াকে আটক রাখার সময়সীমা আরও ৬ মাস বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) খবরটি নিশ্চিত করেছে ফিলিস্তিনের একটি মানবাধিকার কেন্দ্র।
এর আগে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বির আল-সাবি আদালতে হাজির হন আবু সাফিয়া। সেখানেই 'অবৈধ যোদ্ধা' আইনের আওতায় তাকে আটক রাখার সময় ৬ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
গাজার এই চিকিৎসকের পক্ষের আইনজীবীরা এমন সিদ্ধান্তের বিরোধিতা করেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো প্রমাণ না থাকায় এ গ্রেফতারকে বেআইনি বলে দাবি করেন তারা।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে পরিচালক আবু সাফিয়াকে গ্রেফতার করে আইডিএফ সেনারা।