ঢাকা
১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৪
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫
আপডেট: অক্টোবর ১৪, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৪, ২০২৫

নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী ট্রাম্প: পাক প্রধানমন্ত্রী

নোবেল শান্তি পুরস্কারে এখনও সবচেয়ে যোগ্য প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক শান্তি সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর সিএনএন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করেছেন এবং বিশ্বের বিভিন্ন সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চলতি বছরের শুরুতেই ভারত-পাকিস্তান ও গাজার যুদ্ধ তার মধ্যে উল্লেখযোগ্য।

গত বছর জুনে পাকিস্তান ঘোষণা করে যে তারা ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। ট্রাম্প নিজেও পুরস্কারটি পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এ বছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিয়া মাচাদো।

প্রসঙ্গত, মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বের শীর্ষ দেশের নেতারা স্বাক্ষর করেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram