ঢাকা
১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ১১:১৯
প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৫
আপডেট: অক্টোবর ১৮, ২০২৫
প্রকাশিত : অক্টোবর ১৮, ২০২৫

জুলাই সনদে স্বাক্ষর করলো ২৫টি রাজনৈতিক দল

জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। ২৫টি রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা এই সনদে সই করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সনদে এখনও স্বাক্ষর করেনি।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দলগুলোর পক্ষে তাদের দুইজন প্রতিনিধি এই সনদে সই করেন।

সনদে এখন পর্যন্ত স্বাক্ষর করা দলগুলো হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমার বাংলাদেশ পাটি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), গণঅধিকার পরিষদ (জিওপি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, জাকের পাটি, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, আমজনতার দল।

স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হলো। রাজনৈতিক দল ও ঐকমত্য কমিশন এই অসম্ভবকে সম্ভব করেছে। সারা বিশ্বের কাছে এটি উদাহরণ হয়ে থাকবে।

এ সময় আগামীর নির্বাচন বিশ্বে উদাহরণ হয়ে থাকবে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি নির্বাচন নিয়ে ঐক্য বজায় রাখতে দলগুলোকে আলোচনার আহ্বান জানান তিনি।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram