ঢাকা
২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:২৭
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৫
আপডেট: আগস্ট ২৯, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৫

ইউক্রেনে ভয়াবহ বিমান হামলা রাশিয়ার: নিহত ২১, ক্ষতিগ্রস্ত ইইউ ভবন

ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর দ্বিতীয় বৃহত্তম বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে চালানো এই হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন শিশু রয়েছে। হামলায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ব্রিটিশ কাউন্সিলের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

সিএনএন সূত্রে খবর, এ হামলার প্রেক্ষিতে ইইউ ও যুক্তরাজ্য তাদের রাজধানীতে রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের তলব করেছে।

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর ত্কাচেঙ্কো জানান, নিহতদের মধ্যে ২, ১৪ ও ১৭ বছর বয়সী শিশুরাও রয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এক রাতেই ক্রেমলিন দেশটিতে ৬২৯টি আকাশ হামলার অস্ত্র ব্যবহার করেছে, এর মধ্যে ছিল ৫৯৮টি ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র।

বিমান বাহিনীর যোগাযোগ প্রধান ইউরি ইহনাত সিএনএনকে বলেন, এই হামলাগুলি দেশটির উপর বৃহৎ সম্মিলিত আক্রমণগুলির মধ্যে একটি।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, তারা অত্যাধুনিক এবং নির্ভুল অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্স ও সামরিক বিমানঘাঁটিতে আঘাত হেনেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram