

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ৫০ কোটি ডলার জরিমানা বাতিল করেছে আপিল আদালত।
গত বছর নিউইয়র্কের একটি সিভিল প্রতারণা মামলায় বিচারক আর্থার এনগোরন ট্রাম্পকে এই জরিমানা দিতে আদেশ দিয়েছিলেন। অভিযোগ ছিল, ট্রাম্প তার কোম্পানি ট্রাম্প অর্গানাইজেশনের সম্পত্তির মূল্য ইচ্ছাকৃতভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়েছিলেন, যাতে সহজে বড় ঋণ পাওয়া যায়।
বৃহস্পতিবার প্রকাশিত রায়ের দীর্ঘ বিবৃতিতে নিউইয়র্ক সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানায়, ট্রাম্প প্রতারণার দায়ে অবশ্যই দায়ী, তবে প্রায় অর্ধ বিলিয়ন ডলারের জরিমানা অতিরিক্ত এবং এটি সংবিধান-সঙ্গত নয়, কারণ এতে শাস্তি অস্বাভাবিকভাবে কঠোর হয়ে যাচ্ছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, মূল মামলায় বিচারক এনগোরন ট্রাম্পকে ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা করতে বলেছিলেন। তবে সুদ যোগ হতে হতে সেই অঙ্ক ৫০ কোটি ডলারের বেশি হয়।
রায় ঘোষণার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একে “সম্পূর্ণ বিজয়” বলে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘আমি আদালতের ন্যায়পরায়ণতাকে শ্রদ্ধা জানাই, যারা একটি অবৈধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল করেছে, যা নিউইয়র্কের ব্যবসা জগতে ক্ষতিকর প্রভাব ফেলেছিল। এটি ছিল এক রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা।’
অন্যদিকে, নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিস জানিয়েছে, এই রায় ট্রাম্পের জালিয়াতির দায় নিশ্চিত করেছে এবং আর্থিক জরিমানা ছাড়া অন্য সব শাস্তি বহাল রেখেছে। তারা জরিমানাটি পুনর্বহালের জন্য রাজ্যের সর্বোচ্চ আদালত, নিউইয়র্ক কোর্ট অব আপিলসে আপিল করার ঘোষণা দিয়েছে।

