ঢাকা
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৯
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫
আপডেট: মার্চ ১৩, ২০২৫
প্রকাশিত : মার্চ ১৩, ২০২৫

মুসলিম আইনপ্রনেতাদের হুঁশিয়ারি শুভেন্দুর, নিন্দা মমতার

পশ্চিমবঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলা হবে— এমন মন্তব্য করেছেন রাজ্যটির বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বক্তব্যের নিন্দা জানানোর পাশাপাশি পাল্টা জবাবও দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (১২ মার্চ) রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, আগামী বছরের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসবে। এরপর ওদের যে’কটা মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে তাদেরকে রাস্তায় ফেলবো।

বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বিপরীতে কথা বলার পাশাপাশি ক্ষমতাসীন দলকেও নিশানা করেন শুভেন্দু। রাজ্যের বর্তমান সরকারকে ‘মুসলিম লীগ-২’ সরকার বলেও আখ্যায়িত করেন তিনি। বলেন, বাংলার হিন্দু জনতা এই সরকারকে উপড়ে ফেলবে।

এর পাল্টা জবাবও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিনই বিধানসভার অধিবেশনে বিষয়টি নিয়ে খোলামেলা বক্তব্য রাখতে দেখা যায় তৃণমূল সভাপতিকে। বলেন, গণতন্ত্র চিরস্থায়ী, কিন্তু চেয়ার চিরস্থায়ী নয়। চেয়ারকে সম্মান করুন। মুসলিম বিধায়কদের বহিষ্কার করার কথা আপনি কীভাবে ভাবতে পারেন? এখন রোজার মাস চলছে, তাই তারা (বিজেপি) মুসলিমদের লক্ষ্যবস্তু করছে এবং মুসলিমরা এটা মোটেই পছন্দ করে না। আসলে তারা (বিজেপি) দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক পতন থেকে সকলের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্যই সাম্প্রদায়িক বক্তব্য রাখছেন।

শুভেন্দুর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মমতা আরও বলেন, বিধানসভায় আমাদের অবশ্যই এ ব্যাপারে একটি প্রস্তাব গ্রহণ করতে হবে এবং একটি ধর্মকে অবমাননা করার বক্তব্যের নিন্দা করতে হবে।

মমতার অভিমত, বিজেপি ‘ভুয়া হিন্দুত্ব’ আমদানি করেছে। বিজেপি যে ধরনের হিন্দুত্ব আমদানি করছে সেটা বেদ (হিন্দুদের ধর্মগ্রন্থ) সমর্থন করে না।

তিনি বলেন, হিন্দু ধর্মকে রক্ষা করার সম্পূর্ণ অধিকার আমার রয়েছে। কিন্তু আপনারা যে ধর্ম আমদানি করতে চাইছেন সেই সংস্করণের নয়। দয়া করে আপনারা হিন্দু কার্ড খেলবেন না। ভারত একটি ধর্মনিরপেক্ষ, বহুত্ববাদী রাষ্ট্র। প্রত্যেকেরই তাদের ধর্ম পালনের অধিকার রয়েছে। সংখ্যাগরিষ্ঠদের কর্তব্য হল সংখ্যালঘুদের রক্ষা করা।

এদিকে, শুভেন্দুর বক্তব্যের কড়া নিন্দা জানিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন ৭২ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার না করলে আমরা ৪২ জন বিধায়ক ওনাকে ঠুসে দেব। আর মুর্শিদাবাদে কোনদিন ওকে ঢুকতে দেবো না।

উল্লেখ্য, অধিবেশন চলাকালীনই মমতার মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভা ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভায় বিজেপির চিফ হুইপ শংকর ঘোষের নেতৃত্বে প্রায় ২৫ জন বিধায়ক বিধানসভার প্রধান গেটের বাইরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram