ঢাকা
৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৫
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫
আপডেট: ডিসেম্বর ৯, ২০২৫
প্রকাশিত : ডিসেম্বর ৯, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার শিবগঞ্জ, ভোলাহাট ও গোমস্তাপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন একজন বৃদ্ধ, এক শিশু শিক্ষার্থী ও দুই মোটরসাইকেল আরোহী।

স্হানীয়, প্রত‍্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে শিবগঞ্জের সত্রাজিতপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির ভুটভুটির ধাক্কায় উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা বাসেদ আলী (৭০) ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের সহায়তায় ঘাতক ভুটভুটিটি জব্দ করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির।

এদিকে দুপুরে ভোলাহাট উপজেলার ইসলামপুর এলাকায় স্কুল থেকে বাড়ি ফেরার সময় ট্রলির ধাক্কায় শিশু শিক্ষার্থী হাসান আলী (৮) নিহত হয়। সে ইসলামপুর গ্রামের আশরাফুলের ছেলে। ভোলাহাট থানার ওসি একরামুল হক জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

অপরদিকে বিকেল সাড়ে তিনটার দিকে গোমস্তাপুরের রহনপুর তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী আশিক (২৬) ও আবদুল্লাহ (৩০) ঘটনাস্থলেই মারা যান। নিহত আশিক ছোট জামবাড়িয়া গ্রামের মৃত শাজাহান আলীর ছেলে এবং আবদুল্লাহ বড়গাছী গ্রামের মৃত আপেল মাহমুদের ছেলে।

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে এবং স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চালক ও সহকারীরা তিনটি ক্ষেত্রেই পালিয়ে গেছে বলে পুলিশ জানায়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram