ঢাকা
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ১২:২৫
প্রকাশিত : জুলাই ১২, ২০২৪
আপডেট: জুলাই ১২, ২০২৪
প্রকাশিত : জুলাই ১২, ২০২৪

কেনিয়ায় বিক্ষোভের মুখে মন্ত্রীদের বরখাস্ত করলেন প্রেসিডেন্ট

কেনিয়ায় চলমান বিক্ষোভে মুখে প্রায় পুরো মন্ত্রিসভাই বিলুপ্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তবে পররাষ্ট্রমন্ত্রীকে বহাল রেখেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়

তবে কতজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে সেই নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। প্রস্তাবিত কর বৃদ্ধি, কথিত দুর্নীতিগ্রস্ত ও নিষ্ক্রিয় মন্ত্রীদের সরিয়ে মন্ত্রীসভার সংস্কার করতে রুটোকে আহ্বান জানিয়ে সে দেশে বিক্ষোভ শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরে এই বাতিলীকরণ ঘটানো হল।

গতমাসে কেনিয়ায় নতুন এক বিলে সাধারণ মানুষের করের হার বাড়ানোর কথা বলা হয়েছে। আর এতেই অসন্তোষ ছড়িয়ে পড়ে সারাদেশে। রাজধানী নাইরোবিতে রাজপথে নেমে আসে মানুষ। পার্লামেন্ট ভবনে আগুন দেওয়ারও ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও গুলি চালায় পুলিশ। এতে একাধিক হতাহতের ঘটনা জানা যায়।

স্টেট হাউসে ভাষণ দিতে গিয়ে রুটো বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তাকে মন্ত্রীদের বরখাস্ত করতে বাধ্য করেছে। 

তিনি বলেন, “কেনিয়ার জনগণ যা বলতে চান তা গভীর মনোযোগ দিয়ে শুনে, চিন্তাভাবনা করে এবং আমার মন্ত্রীসভার সার্বিক কার্যকলাপ, তাদের অর্জন ও চ্যালেঞ্জগুলি বিবেচনার পর আমাকে প্রদত্ত ক্ষমতাবলে আজ মন্ত্রীসভার সকল সচিব ও অ্যাটর্নি জেনারেলকে কেনিয়া প্রজাতন্ত্রের মন্ত্রীসভা থেকে আশু বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। কেবলমাত্র মন্ত্রীসভার প্রধান সচিব ও পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে বহাল রাখা হচ্ছে।”

রুটো বলেন, তিনি বিভিন্ন সেক্টরে আলোচনা করবেন এবং বিভিন্ন দলকে নিয়ে সরকার প্রতিষ্ঠিত করবেন যা দেশ চালাতে তাকে সাহায্য করবে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram