

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: নির্বাচনী সহিংসতা, রাজনৈতিক খুন এবং নারীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে ‘লাল কার্ড’ প্রদর্শন কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের এক অংশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে রাবি সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, "রাজনীতিতে চলমান অরাজকতা, সহিংসতা ও খুনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আজ আমরা এখানে সমবেত হয়েছি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আমরা একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলে দুই শতাধিক প্রাণ ঝরে গেছে।"
তিনি আরও বলেন, “আমরা আশা করেছিলাম বিএনপির শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি, প্রশাসনের উপস্থিতিতেই হামলা-পাল্টা হামলা ও খুনের ঘটনা ঘটছে। ফুটবল মাঠে কেউ নিয়ম ভাঙলে যেমন লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানো হয়, তেমনি রাজনীতিতে একের পর এক ‘ফাউল’, খুন ও সন্ত্রাসের রাজনীতির প্রতিবাদে আজ আমরা তারেক রহমানকে লাল কার্ড প্রদর্শন করছি।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তথ্য ও গবেষণা সম্পাদক সাকিব বলেন, "গতকালের নৃশংস হত্যাকাণ্ড এবং নারীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাতে আজ আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকে সমবেত হয়েছি। রাজনীতিতে একের পর এক এই নীতিহীন ‘ফাউল’-এর প্রতিবাদে আজ আমরা তারেক রহমানকে লাল কার্ড প্রদর্শন করছি।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "খুন ও সন্ত্রাসের এই পথ পরিহার না করলে বিগত স্বৈরাচারের মতোই আপনাদের পরিণতি হবে। আমরা অবিলম্বে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।"

