

মধ্যপ্রাচ্যে রণতরী পাঠিয়ে ইরানে হামলার হুমকি দিয়েই যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ নিয়ে ইরানের জনগণকে আতঙ্কিত না হতে একটি বিবৃতি দিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতর। বুধবার (২৮ জানুয়ারি) খামেনির দফতর থেকে প্রকাশ করা হয় আট মিনিটের একটি ভিডিও, যেটির শিরোনাম—‘God Is Enough’ (আল্লাহই যথেষ্ট)।
ভিডিওটিতে গত কয়েক দশকে দেয়া খামেনির বিভিন্ন ভাষণের অংশ সংকলন করা হয়েছে। সেখানে তিনি শ্রোতাদের ভয় না পেতে আহ্বান জানান এবং বলেন, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।
খামেনির দফতরের এই বার্তা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা নিয়ে ইরানের ভেতরে উদ্বেগ বাড়ছে। ভিডিওটির মাধ্যমে জনগণকে মানসিকভাবে স্থির ও সাহসী থাকার বার্তা দেয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যে পাঠানো যুক্তরাষ্ট্রের রণতরীটির নাম ইউএসএস আব্রাহাম লিংকন। বিশেষ এই রণতরীটির দৈর্ঘ্য ৩৩৩ মিটার (এক হাজার ৯২ ফিট)। এটি ঘণ্টায় ৫৬ কিলোমিটার পাড়ি দিতে পারে। এতে ৯০টি এয়ারক্র্যাফট রাখার ব্যবস্থা রয়েছে। স্পেশাল ফাইটার জেটের মধ্যে রয়েছে 'এফ-৩৫ সি' (স্টেলথ), এফ/এ-১৮ইএফ (সুপার হরনেট), ই২ডি-হকআই, ইএ-১৮জি (গ্রলার), এমএইচ-৬০আর-এস (সিহক)। মোট ৫ হাজার ৬শ' ৮০ জন ক্রু মেম্বার রয়েছে রণতরীটিতে।
ইউএসএস আব্রাহাম লিংকন মধ্যপ্রাচ্যে পৌঁছানোর একদিনের মাথায় ইরানের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের আরও একটি নৌবহর বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

